bbb
পত্রিকা: 'উপদেষ্টা আসিফের কাছে কয়টি অস্ত্রের লাইসেন্স আছে?'
bbb
ঢাকা ট্রিবিউনের প্রধান শিরোনাম 'How many arms licenses does Adviser Asif hold?' অর্থাৎ, 'উপদেষ্টা আসিফের কাছে কয়টি অস্ত্রের লাইসেন্স আছে?'
প্রতিবেদনে বলা হচ্ছে, শনিবার ঢাকার বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে একটি বন্দুকের ম্যাগাজিন (একটি গুলিসহ) পাওয়া গেলে দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে।
তিনি জানান, এটি অনিচ্ছাকৃতভাবে রেখে গিয়েছিলেন এবং এতে কোনো অবৈধতা নেই। তিনি বলেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য তার কাছে বৈধ অস্ত্র আছে এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তার ঝুঁকিতে থাকায় এটি রাখা স্বাভাবিক।
bbb
ঢাকা ট্রিবিউনের খবরে জানা যায়, তার নামে দুটি অস্ত্রের লাইসেন্স আছে, একটি পিস্তল ও একটি শটগানের জন্য।
কুমিল্লার জেলা প্রশাসন থেকে এই লাইসেন্সগুলো ইস্যু করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত দেশে মোট ৪৩ হাজার ৮৬৪টি ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স ইস্যু হয়েছে।
bbb